শ্রীমঙ্গলে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৭:৪২:২০
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে মোঃ লোকমান (৪২) নামের একজন নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত একটি কাভার্ডভ্যানের চালক।
সোমবার রাতে শহরের হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিছন থেকে আসা আরেকটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে পিছন থেকে আসা কাভার্ডভ্যানের ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান জানান, হাবিব মার্কেটের সামনে খুলনা হতে চানাচুর ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো -ট ১৩ – ৫৩ ৯৯) আনলোড করার জন্য দাঁড়ায়। এ সময় চট্টগ্রাম হতে ফিনলে চা কোম্পানীর ডিনস্ট্রন চা ফ্যাক্টরিতে আসা চা বোঝাই কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে থাকা চানাচুরের কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে চাপাতা বোঝাই ভ্যানের ড্রাইভার লোকমান গাড়িতেই মারা যান।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশসহ স্থানীয়রা নিউ মধুমতি ট্রান্সপোট কাভার্ডভ্যানটির চালক লোকমানকে গাড়ির দরজা কেটে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চালকের ব্যবহৃত ফোন ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার বাড়ি শনাক্ত করা হয়েছে।
নিহত লোকমানের বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
তিনি আরো জানান, লাশটির ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করার জন্য লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হবে।
এদিকে নিহতের পরিবারের লোকজন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে।