এ পর্যন্ত ২৩ হাজার রুশ সেনা নিহত, আরও মরবে: জেলেনস্কি
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২২, ৩:৪০:১৫
ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। এ সময় তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
টুইটারে পেলোসিকে ইউক্রেনের রাজধানীর সড়কে দেখা গেছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে শক্তিশালী সমর্থন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নেতৃত্বে রয়েছে।
‘আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার চেষ্টায় সহযোগিতার জন্য ধন্যবাদ’, যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
পেলোসির সঙ্গে ছিলেন জেষ্ঠ্য ডেমোক্র্যাট নেতা অ্যাডাম শিফ ও আরও তিন কংগ্রেসম্যান।
পেলোসি এ সফরের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফর করেছেন। তারা দেশ ছাড়ার পর হোয়াইট এ সফরের বিষয়টি নিশ্চিত করে।
ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকেই ওয়াশিংটন মিত্রদের নিয়ে মস্কোর বিরুদ্ধে ব্যাপক চাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ, রিজার্ভের অর্থ জব্দ ও ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়াসহ নানা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ।