বদরপুর গ্রামে আজই চলছে ঈদ উদযাপন
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২২, ৩:৩৬:৩৯
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বদরপুর গ্রামে আগাম উদযাপন হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ওই গ্রামের অন্তত দুইশ পরিবার এই আগাম ঈদ উদযাপন করছেন।
রোববার সকাল ১০টায় জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের অন্তত দুই পরিবারের এক হাজার মুসলমান এই আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন। এ উপলক্ষে ওই গ্রামে সবার মধ্যে ঈদের আনন্দ ও খুশি বিরাজ করছে।
বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত বলেন, ‘আফগানস্থান, বুলগেরিয়া ও নাইজিরিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে সঙ্গতি রেখে তারাও ঈদুল ফিতর উদযাপন করছেন। বদরপুর দরবার শরীফে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চাঁদ দেখা গেলেই বিশ্বের অন্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে প্রায় ৮২ বছর ধরে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করি এবং ঈদ উদযাপন করে আসছি। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এরা সকলে বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।’