বন কর্মকর্তারা আসার আগেই পালালেন সাবেক ইউপি সদস্য
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২২, ৬:০৫:২৭
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমিতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গজারি বন ধ্বংসের উৎসবে মেতে উঠেছে অসাধু কাঠ ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী মহল। উপজেলার বলদীঘাট বিট এলাকায় প্রকাশ্যে কেটে নিচ্ছে বড় বড় গজারি গাছ। রাতদিন চলছে গজারিগাছ কাটা।
বুধবার বিকেলে বলদীঘাট বিটের শিমুলতলী এলাকার গজারি বনে সরেজমিনে গিয়ে দেখা যায়, একদিকে গাছ কাটা হচ্ছে, অন্যদিকে স্তূপ করে রাখা হচ্ছে গাছগুলো। কাওরাইদ ইউনিয়নের সাবেক সদস্য কলিম উদ্দিনের নেতৃত্বে গাছ কাটার এ উৎসব চলছে।
দুই দিনে শিমুলতলীর জিনের মোড় এলাকা থেকে ২ শতাধিক গাছ কেটে স্তূপ করে রাখা হয়েছে। খবর পেয়ে স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছার আগেই বনদস্যু কলিম উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।
শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান বলেন, গাছগুলো জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় একটি সূত্র বলছে, বলদীঘাট বিট অফিসের কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করেই বনদস্যুরা এভাবে দিনের পর দিন সরকারি গাছ কেটে পাচার করে আসছে। এর প্রতিবাদ করারও যেন কেউ নেই। এলাকার কেউ গাছ কাটার প্রতিবাদ করলেই কলিম উদ্দিন ও তার লোকজন নানা রকম হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
বলদীঘাট বিটের দায়িত্বে থাকা কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, আমি সকালে আদালতে স্বাক্ষী দিতে চলে আসি। বিষয়টি জানার পরপরই ফরেস্ট গার্ডদের ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযুক্ত কাঠ ব্যবসায়ী কলিম উদ্দিন বলেন, গাছগুলো খোকন নামে এক ব্যাপারী কাটাচ্ছেন। গাছ কাটার পরপরই বন বিভাগের লোকজন চলে আসে। তারা কাঠ নিয়ে চলে গেছেন।