শান্তিগঞ্জে শ্যামলী বাসের চাপায় বৃদ্ধা নিহত
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২২, ৮:২৪:৪২
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় শ্যামলী বাসের চাপায় রুপবান বিবি (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুপবান বিবি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত জমশেদ আলীর স্ত্রী।
জয়কলস হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদপুরের আল-মদিনা মসজিদের দক্ষিণ দিক থেকে রাস্তা পার হচ্ছিলেন রুপবান বিবি।
এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি শ্যামলী বাস (ঢাকা মেট্রো ব-১৫৪২০৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সেলিম আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত রুপবান বিবিকে উদ্ধার করেছি। ঘাতক শ্যামলী বাস আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।