সুনামগঞ্জে একাধিক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২২, ৮:৩৫:২৬
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়েছে কয়েকটি বসতঘর। এতে অন্তত কোটি টাকার ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।
বুধবার বেলা দেড়টার দিকে দিরাই পৌর শহরের দোওজ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাদের বসতঘর পুড়েছে, তারা হলেন- সাবেক শিক্ষক ফজলুর রহমান ও আজিজুর রহমান, কুতুব মাস্টার ও সাবেক কাউন্সিলর কাচা মিয়া।
বিষয়টি নিশ্চিত করে পৌর মেয়র বিশ্বজিৎ রায় বলেন, আগুনে পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে প্রথমে একটি বসতবাড়িতে আগুন জ্বলে ওঠে। পরে মুহূর্তে তা ছড়িয়ে পরে আশেপাশের চারটি বাসায়।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আমাদের কর্মীরা।
কিন্তু আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এ ব্যাপারে জানাতে পারেনি সংশ্লিষ্টরা। তবে তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে।
তবে শিক্ষক আব্দুল আলিম জানান, পাকঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষেই আমাদের চারটি বাসা ও বাসার সব মালামাল ছাঁই হয়ে যায়। আমাদের চার পরিবারের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।
আপেল মাহমুদ বলেন, দিন-দুপুরে এমন ভয়াবহ আগুন লাগার ঘটনা আগে কোনো দিন দেখিনি । আমাদের চোঁখের সামনেই সবপুড়ে ছাই হয়ে গেলো।