রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণের বন্দর শহর মারিওপোলে মৃতের সঠিক সংখ্যা সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই স্থানীয় প্রশাসনের কাছে। তবে রুশ বাহিনী দ্বারা অবরুদ্ধ এই শহরে ১ হাজার ২০০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন বলে জানান মারিওপোলের ডেপুটি মেয়র সেরহাই অলরভ।
বৃহস্পতিবার মারিওপোলের ডেপুটি মেয়র সেরহাই অলরভের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মারিওপোলের ডেপুটি মেয়র বিবিসিকে বলেন, মৃতের সংখ্যা সম্পর্কে এটি কেবল একটি ধারণা। কেননা শুধুমাত্র রাস্তা থেকে আমরা ১ হাজার ২০৭ জনের মরদেহ সংগ্রহ করেছি।
তিনি আরও বলেন, শহরের বাইরে কবরস্থানে পৌঁছানো সম্ভব না হওয়ায় ৪৭ জনকে গণকবরে দাফন করা হয়েছে। তাদের সবার পরিচয় পাওয়া যায়নি।
অরলভ বলেন, রুশ বাহিনীর অতর্কিত হামলার কারণে শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া বা নিরাপদ আশ্রয়ে আনা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বুধবার ব্যক্তিগত গাড়িতে পালানোর চেষ্টাকারী প্রায় ১০০ জনকে আবার শহরে ফিরে আসতে হয়েছিল। কেননা শহর থেকে বের হওয়ার একটি চেকপয়েন্টে রাশিয়ান বাহিনী “সরাসরি গাড়িতে নয়, গাড়ির চারপাশে” গুলি চালানো শুরু করেছিল। তাই আবার শহরে ফিরে আসতে বাধ্য হয়েছে তারা।