ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন পিতা-পুত্র, অরক্ষিতে রেল ক্রসিংয়ে হঠাৎ ট্রেন
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২২, ১০:২৫:২৬
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ছেলে আব্দুল্লাহ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সেই সঙ্গে তাঁর পিতা আলাউদ্দিন আহত হন। তাঁদের বাড়ি উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার সরাতৈল এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তাঁর পিতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বের হন। পথে উপজেলার সরাতৈল এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রাজশাহী সিল্কসিটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত আলাউদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন ইনচার্জ এস এম মাসুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা নিহতের লাশ নিয়ে গেছেন।