জগন্নাথপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা: তিন আসামির ৮ দিনের রিমান্ড
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২২, ৮:৩৯:৪৭
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে এক নারীর ছয় টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় তিন আসামিকে আট দিনের রিমান্ডে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে রোববার বেলা দেড়টার দিকে তাদের তোলা হয়।
আদালত পুলিশের পরিদর্শক বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ অভি এবং তার দুই সহযোগী অনজিৎ চন্দ্র গোপ ও অসীত গোপের ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাদের ৮ দিনের রিমান্ডে দেন।
জগন্নাথপুরের একটি ফার্মেসি থেকে বৃহস্পতিবার দুপুরে শাহানা পারভিন জ্যোৎস্নার ৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩৮ বছর বয়সী নিহত জ্যোৎস্না জগন্নাথপুর পৌরসভার নয়াবাজার কলোনিতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন। তার স্বামী সুরুক মিয়া সৌদি আরব প্রবাসী।
নিহতের ভাই হেলাল মিয়া অভিকে প্রধান আসামি করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
শনিবার এক ব্রিফিংয়ে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, অভি জ্যোৎস্নাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে।