একদিনে ২৩ হাজার কোটি ডলার লোকসান ফেসবুকের
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ৮:১৫:৩১
যুক্তরাষ্ট্রের কোনও কোম্পানি হিসেবে একদিনে সবচেয়ে বেশি দরপতনের রেকর্ড গড়েছে মার্ক জাকারবার্গের মালিকানাধীন ও ফেসবুকর মূল কোম্পানি মেটা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের দাম এক দিনেই কমে গেছে ২৩০ বিলিয়ন (২৩ হাজার কোটি) ডলার।
বুধবার আয়ের প্রতিবেদন প্রকাশ করে মেটা। এতে উঠে আসে, ফেসবুকে প্রথমবারের মতো ব্যবহারকারীর সংখ্যা কমেছে। আর এখবর প্রকাশ হওয়ার পরই কোম্পানিটির শেয়ারের দরপতন ঘটে। দরপতনের হার ছিল ২৬.৪ শতাংশ।
গত বছর ফেসবুক নাম পাল্টে হয় মেটা। ভার্চুয়াল-রিয়্যালিটিভিত্তিক কোম্পানি গড়ে তোলার অংশ হিসেবে নাম পাল্টে নতুন কোম্পানি গড়ে তোলা হয়।
আইফোন ও আইপ্যাড নির্মাতা অ্যাপল কোম্পানির গোপনীয়তার নীতিতে পরিবর্তনের কারণেও মেটার বিজ্ঞাপন মডেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেসবুক জানিয়েছে, এতে তাদের বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।
শেয়ারের এই দরপতনে কোম্পানিটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ কমেছে প্রায় ৩০ বিলিয়ন ডলার।
রয়টার্সের এক পর্যালোচনায় বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের কোনও পাবলিক কোম্পানির সবচেয়ে বড় দরপতনের ঘটনা।