২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে লিটন
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২১, ৮:০৩:০৪
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারলেও ব্যক্তিগত পর্যায়ে কিছু প্রাপ্তি যোগ আছে টাইগারদের। এই ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করা লিটন দাসের জন্য সুখবর আছে আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে।
২৬ ধাপ এগিয়ে ডানহাতি এই ব্যাটার টেস্ট র্যাংকিংয়ের ৩১ স্থানে উঠে এসেছেন, যা তার ক্যারিয়ারের সেরা র্যাংকিং। তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে মুশফিকুর রহিম। আগের চেয়ে চার ধাপ এগিয়ে মুশফিক উঠে এসেছেন ১৯ নম্বরে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে মুশফিকের পরে আছেন তামিম ইকবাল। ৩ ধাপ পিছিয়ে তিনি অবস্থান করছেন ৩০ নম্বরে। এরপরই আছেন লিটন দাস।
বোলারদের মধ্যে তাইজুল ইসলামও তিন ধাপ এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার র্যাঙ্কিংয়ে এখন আছেন ২৩তম, যা টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ।