আর্জেন্টিনার আকাশে অদ্ভুত মেঘ!
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২১, ৭:২৪:৪৫
শরতের আকাশে সাধারণত ভেসে বেড়ানো পেঁজা তুলার মতো সাদা মেঘ দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু আর্জেন্টিনার আকাশে অনেকটা ঘোলাটে তুলার বলের মতো মেঘ দেখা গেল এবার।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, কর্ডোবার কাসা গ্র্যান্ডের আকাশে ১৩ নভেম্বর ওই মেঘ দেখা যায়। ইন্টারনেটে এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিরল ওই মেঘ ম্যাম্যাটাস মেঘ নামে পরিচিত বলে ডেইলি মেইল জানিয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাম্যাটাস মেঘ সবচেয়ে অনন্য এবং স্বতন্ত্র মেঘ। এই মেঘ এমনভাবে গঠিত যে একটি মেঘের গোড়া থেকে একের পর এক থলিসদৃশ মেঘ বের হয়। এই মেঘ থেকে সাধারণত বজ্রপাত হয়। এই মেঘ থেকে ভারি বৃষ্টি, বজ্রপাত এমনকি শিলাবৃষ্টিও হতে পারে।
এই মেঘের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ কেউ এই মেঘ দেখে মুগ্ধ হলেও, অনেকেই ভেবেছেন এই মেঘের জন্ম পৃথিবীর বাইরে।
বিরল এই মেঘ দেখা দেখে গেছে, চেরনোবিল থেকে ৬০ মাইল দূরে। ১৯৬৮ সালে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় এই চেরনোবিলেই হয়েছিল। তবে, আর্জেন্টিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে জানিয়েছে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।