শারমিনের সেঞ্চুরিতে ২৭০ রানে জিতল বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২১, ৭:৪৯:৪৩
ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এবার যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এই বাছাই অভিযান শুরু করে টাইগ্রেসরা।
মঙ্গলবার জিম্বাবুয়ের হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ওপেনার শারমিন আক্তার সুপ্তার ইতিহাস গড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২২ রানের সংগ্রহ পায় নিগার সুলতানার দল। যুক্তরাষ্ট্র ৩০.৩ ওভারে ৫২ রান করতেই সব উইকেট হারিয়ে বসে।
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটি এল শারমিনের ব্যাটে ভর করে। তার ১৪১ বলে ১৩০ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চারে। শারমিনের আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ৭৪। ২০১৭ সালে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন তিনি।
প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেও রেকর্ড গড়া হয়নি শারমিনের। বিশ্বকাপ বাছাইপর্ব হলেও যুক্তরাষ্ট্রের ওয়ানডে মর্যাদা না থাকায় ম্যাচটিকে রাখা হয়েছে লিস্ট ‘এ’ ম্যাচে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি যুগ্মভাবে দখলে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষে ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫* রানের ইনিংস খেলেন সালমা। পরের ম্যাচে একই ভেন্যুতে ভারতের বিপক্ষে সমান রান করেন রুমানাও।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেন ফারজানা হক। ওপেনার মুরশিদা খাতুন করেছেন ৪৭ রান। ৩৩ রান এসেছেন অধিনায়ক নিগারের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেছেন তারা নোরিস। এছাড়া অধিনায়ক-উইকেটরক্ষক সিন্ধু শ্রীহর্ষর ব্যাট থেকে আসে ১৫ রান। যুক্তরাষ্ট্রের হয়ে আর কেউ দুই অঙ্কের দেখা পায়নি।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সালমা খাতুন। ২.৩ ওভারে ৫ রানে ২ উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। ৭ ওভারে ১১ রান দিয়ে সমান উইকেট নিয়েছেন রুমানা আহমেদ।
মেয়েদের ক্রিকেটে এর আগে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ২১১, পাকিস্তানের বিপক্ষে, ২০১৯ সালে লাহোরে।