মহারাষ্ট্রে পুলিশের গুলিতে ২৬ মাওবাদী নিহত
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২১, ১০:৪১:১৪
ভারতের মহারাষ্ট্রের গড়চিরৌলিতে শনিবার মাওবাদীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ মাওবাদী নিহত হওয়ার দাবি করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ছত্তিশগড় সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে মারদিনতোলার জঙ্গলে অবস্থান নিয়েছিল মাওবাদীদের একটি টিম। এদিকে তাদের দমনে বিশেষভাবে প্রশিক্ষিত সি-৬০ ইউনিটের জওয়ানরা এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় আচমকা জঙ্গলের ভেতর থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। উত্তরে ভারতীয় জওয়ানরা পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সুপার অঙ্কিত গোয়াল বলেছেন, ‘আমরা বন থেকে এ পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি।’ নিহতদের মধ্যে একাধিক নারীও রয়েছে বলে জানা গেছে।
গড়চিরৌলি পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, সকালে উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানিয়েছেন, ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত ফোর্স এলাকায় পাঠানো হয়েছে। জঙ্গলে তল্লাশি চালিয়ে এরইমধ্যে প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এর আগে গত মে মাসের শেষ দিকে এই গড়চিরৌলির এটাপল্লীর জঙ্গলে মাওবাদী ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। সেবার সি-৬০ ইউনিটে জওয়ানরা ১৩ জন মাওবাদীকে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। গত ২৯শে মার্চও অঞ্চলটিতে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই বাঁধে। এতে দুই নারীসহ পাঁচ মাওবাদীর মৃত্যু হয়। প্রেসার কুকার বোমাসহ প্রচুর অস্ত্র তখন বাজেয়াপ্ত হয়েছিল। শনিবার ফের রক্তাক্ত হয় গড়চিরৌলি। সূত্র: হিন্দুস্তান টামইস, এনডিটিভি।