‘বাড়তি ভাড়ায়’ চলছে দূরপাল্লার বাস, যাত্রীদের ক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২১, ১২:৩৮:৫৯
টানা তিনদিনের অচলাবস্থা কেটেছে। নতুন ভাড়া নির্ধারণের পর ধর্মঘট প্রত্যাহার করেছেন বাস মালিক-শ্রমিকরা।
আজ সোমবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে, রাজধানীর অভ্যন্তরেও চলছে বাস। যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে বিআরটিএ থেকে এখনো ভাড়ার নতুন চার্ট না আসায় দূরপাল্লার গাড়ির টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের সঙ্গে তর্ক লেগে যাচ্ছে প্রায়শই।
যাত্রীদের অভিযোগ, চার্ট না পেলেও আনুমানিক একটা হিসাব করে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে। ভাড়া যতটুকু বেড়েছে, তার থেকেও অনেক বেশি চাওয়া হচ্ছে।
সোমবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, দূরপাল্লার বিভিন্ন গণপরিবহন গাবতলী থেকে ছেড়ে গেছে। গত তিনদিন বাস চলাচল না করায় বাস টার্মিনালগুলোতে সকাল থেকে ছিল যাত্রী চাপ। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি আগে ছিল এক টাকা ৪২ পয়সা যা বৃদ্ধি পেয়ে কিলোমিটারপ্রতি এখন হয়েছে ২ টাকা। বিভিন্ন গন্তব্যে যারা যাচ্ছেন বাড়তি ভাড়া দিতে হচ্ছে তাদের।
কুড়িগ্রামগামী যাত্রী রইসুল নামে বলেন, আগে যেখানে ৬০০ টাকা দিয়ে যেতে পারতাম, এখন ৮০০ টাকা চাওয়া হচ্ছে। যদিও বিআরটিএ থেকে এখনও কোনও চার্ট কাউন্টারে লাগানো দেখতে পাইনি। তারা তাদের মতোই হিসাব করে ভাড়া নিচ্ছেন।
সাতক্ষীরা যাওয়ার জন্য গাবতলী বাস টার্মিনালে এসেছিলেন রবিন। তিনিও ক্ষোভ জানিয়ে বলেন, হঠাৎই ডিজেলের দাম বৃদ্ধি, আর বাড়তি ভাড়ার বোঝা আমাদের জনগণের ওপর। যা যায় সবকিছু আমাদের জনগণের ওপর দিয়েই যায়। আগে যেখানে নন-এসি ৫০০ এবং এসি ৮০০ টাকায় যেতাম, এখন বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। ১০০-৩০০ টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে।
ফরিদপুরগামী রাবেয়া খাতুন বলেন, আগে যেখানে ৩০০ টাকা দিয়ে যেতে পারতাম এখন ৩৮০ টাকা করে নেয়া হচ্ছে। তারা বলছে, সরকার দাম বাড়িয়েছে; কী আর করা সরকার যদি চাপিয়ে দেয় তাহলে তো আর করার কিছু থাকে না!
হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, আমরা রবিবার রাত থেকেই গাড়ি চালানো শুরু করেছি। মালিকরা গাড়ি বন্ধ রেখেছিলেন, পরবর্তী সময়ে তাদের নির্দেশনা পাওয়ার পর গাড়ি চালানো শুরু করেছি। সকাল থেকে বিভিন্ন গন্তব্যে আমাদের গাড়ি ছেড়ে গেছে। নতুন ভাড়ার বিষয়ে যাত্রীদের সাথে অনেক কথা বলতে হচ্ছে এবং অনেক সময় তর্কাতর্কির ঘটনাও ঘটছে। বিআরটিএ থেকে আজকালের মধ্যে নতুন ভাড়ার চার্ট পেয়ে যাবো।
দ্রুতি পরিবহনের কাউন্টার ম্যানেজার মজনু বলেন, নতুন ভাড়ায় আমরা যাত্রী পরিবহন করছি। এখন আমরা কিলোমিটারপ্রতি হিসাব করে সে পরিমাণ টাকা যাত্রীদের কাছ থেকে নিচ্ছি। যাত্রীদের সাথে একটু বেশি কথাই বলতে হচ্ছে। তাদের বোঝাতে হচ্ছে। ভাড়া বাড়ার কাগজটি সাথে রেখেছি যারা দেখতে চায় তাদের দেখিয়ে ভাড়ার বিষয়টি তাদের অবহিত করছি।