বিশ্বনেতাদের নিবিড় আলিঙ্গনে নেই মাস্ক, করোনার দিন শেষ!
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২১, ১০:১১:৫৩
জি-২০ সম্মেলনে যোগ দিতে ইটালির রোমে এখন বিশ্বনেতারা। পৃথিবীজুড়ে করোনা মহামারী বিদায় নেয়ার পথে। এরই মধ্যে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের পর বিশ্বনেতাদের আবারো স্বশরীরে সাক্ষাতের সুযোগ। কিন্তু এবার দেখা গেলো অনেকই মাস্ক পরছেন না। নিবিড় আলিঙ্গন করছেন একে অন্যের সাথে। এমনকি এ সময় অনেকে মাস্কও পরেননি। শনিবার সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি ভাইরাল হয়েছে। সঙ্গতকারণেই মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে কি করোনার দিন শেষ হয়ে গেলো?
সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিসহ দেশটির গণমাধ্যমের প্রকাশিত ছবিতে মাস্কবিহীন বিশ্বনেতাদের আলিঙ্গন ও করমর্দন করে দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে পোপের সাথে ছবি। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রঁর সাথে নিবিড় আলিঙ্গনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সাথে আলিঙ্গনের সময় ম্যাক্রঁর মুখ ঢাকা ছিল সাদা রঙের মাস্কে। বাইডেনও মাস্ক পরেই এসেছিলেন অনুষ্ঠানে। তবে মোদির সাথে আলিঙ্গনের সময় বাইডেনের কালো রঙের মাস্ক নেমেছিল থুতনিতে। কিন্তু এ সময় মোদির মুখে দেখা মেলেনি মাস্কের। আলিঙ্গনের আগে মোদি মাস্ক খুলে রেখেছিলেন কি না- তা জানা যায়নি। তবে ওই সময় তার হাতেও দেখা যায়নি মাস্ক। আর পোপের সাথে আলিঙ্গনের সময় দু’জনেরই মুখে মাস্ক ছিল না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকেও দেখা গেছে মাস্কবিহীন মোদির সাথে।
রোমে ওই সম্মেলনের মঞ্চেই মোদির সাথে দেখা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রনেতার। শনিবারই ভ্যাটিক্যানে গিয়ে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করেছেন মোদি। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ারও করেছেন। কিন্তু তখনো মোদির মুখে ছিল না মাস্ক। পোপের মুখেও দেখা মেলেনি মাস্কের।
রাষ্ট্রনেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের পর ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসেন মোদি। ওই সময় তার সাথে ছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকের সময় তাদের মুখে মাস্ক থাকলেও মাস্ক পরেননি মোদি। রাষ্ট্রনেতাদের আচরণ অনেক ক্ষেত্রেই অনুকরণ ও অনুসরণ করেন সাধারণ মানুষ। কিন্তু বিদেশে মোদি মাস্ক পরায় যে অনীহা দেখালেন, তা নিসন্দেহে আলোচনার বিষয় বলে দেশটির গণমাধ্যমের খবরে উঠে এসেছে। অবশ্য মোদি একাই নন। এ দেশে আরো অনেককেই প্রায় একই ধরনের আচরণ করতে দেখা গেছে করোনা স্বাস্থ্যবিধি পালনে।