আসালাঙ্কার ব্যাটে আশাহত বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২১, ৭:৫৭:০২
১৭১ রানের পুঁজি নিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে পারল না বাংলাদেশ। চারিথ আসালাঙ্কার দাপুটে ব্যাটিংয়ে হার মানতে হলো।
শারজাহ’তে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপর সুপার টুয়েলভ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
১৭২ রানের লক্ষ্য দলটি ৭ বল হাতে থাকতেই ছুঁয়ে ফেলে।
তিন নম্বরে নেমে আসালাঙ্কা খেলেছেন ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস। হাঁকিয়েছেন ৫টি করে চার ও ছক্কা।
তাকে দারুণ সঙ্গ দেওয়া ভানুকা রাজাপাকসে ৩১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৩ রান করেন।
সাকিব আল হাসানের দারুণ বোলিংও তাই কাজে আসেনি।