ভারত-ইংল্যান্ডের স্থগিত টেস্টের সূচি চূড়ান্ত
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২১, ৮:৪৪:২৯
চূড়ান্ত হলো ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার স্থগিত থাকা পঞ্চম বা শেষ টেস্টের সূচি ও ভেন্যু। আগামী বছরের জুলাইয়ের শুরুতে এজবাস্টনে হবে সিরিজ নির্ধারণী এই টেস্ট।
দুই দেশের ক্রিকেট বোর্ড ইসিবি ও বিসিসিআই-এর দীর্ঘ আলোচনার পর স্থগিত টেস্টটির সূচি ও ভেন্যু চূড়ান্ত হলো। নতুন সূচিতে দুই দলের শেষ টেস্টটি হবে ১-৫ জুলাই।
আগের সূচি অনুযায়ী, সিরিজের পঞ্চম টেস্টটি হওয়ার কথা সেপ্টেম্বরে, ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু কভিড-১৯ উদ্বিগ্নতার কারণে সিরিজ স্থগিত করে ভারত। চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া।