প্রথমবার ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে মালান-রবিনসন-লিচ
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২১, ৮:৫২:৩৯
প্রথমবারের মতো ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন ব্যাটার ডেভিড মালান, পেসার ওলি রবিনসন ও স্পিনার জ্যাক লিচ।
মানসিক স্বাস্থ্যের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নিলেও কেন্দ্রীয় চুক্তিতে আছেন অলরাউন্ডার বেন স্টোকস। তবে বাদ পড়েছেন ডম সিবলি।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়লেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা ধরে রেখেছেন ব্যাটার জ্যাক ক্রলি। এ ছাড়া গত মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাওয়া মঈন আলীকেও চুক্তিতে রাখা হয়েছে। গত বছর সাদা বলের ক্রিকেটের চুক্তিতে ছিলেন তিনি।
টেস্ট ও সীমিত ওভারের চুক্তির পরিবর্তে এবার ‘একক’ চুক্তিতে রাখা হয়েছে ২০ ক্রিকেটারকে। সব ফরম্যাটের ক্রিকেটের জন্য ১২ মাসের এই চুক্তি শুরুর তারিখ ধরা হয়েছে চলতি বছরের ১ অক্টোবর থেকে।
ইংল্যান্ড কেন্দ্রীয় চুক্তি: মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জ্যাক ক্রলি, স্যাম কারেন, জ্যাক লিচ, ডেভিড মালান, ইয়ন মরগান, ওলি মরগান, ওলি পোপ, আদিল রশিদ, ওলি রবিনসন, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।
ইনক্রিমেন্ট বা বৃদ্ধিজনিত চুক্তি: ডম বেস, টম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন।
পেসার উন্নয়ন চুক্তি: সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ওলি স্টোন।