সিলেটে লোকালয়ে ৩ অজগর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২১, ৮:০৭:৪৯
সিলেটে মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে একই এলাকার তিন বাড়ি থেকে তিনটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি অজগর মুরগির ঘর থেকে উদ্ধার করা হয় বলে জানান বন বিভাগের টিলাগড় বিটের এনিমেল কিপার মো: মাসুদ হাওলাদার।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে অজগরগুলো উদ্ধার করা হয়।
মাসুদ হাওলাদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরীর টিলাগড় ইকো পার্কসংলগ্ন বালুচর জোনাকি এলাকার শাহ আলম মেম্বরের বাড়ি থেকে একটি অজগর উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে আলুরতল এলাকার আব্দুল মান্নানের বাড়ির মুরগির ঘর থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়। এরপর শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় শহরতলীর মেজরটিলা সৈয়দপুরের রাবেয়া বেগমের বাড়ি থেকে আরো একটি অজগরটি উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয়রা বলছেন, রাবেয়া বেগমের বাড়ি থেকে এটিই প্রথম নয়, সপ্তাহের ব্যবধানে তার বাড়ি থেকে তিনটি অজগর উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১ ও ২ অক্টোবর আরো দু’টি অজগর উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে।
টিলাগড় বিটের এনিমেল কিপার মো: মাসুদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার হওয়া তিনটি অজগরই টিলাগড় ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে জানিয়েন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম।
তিনি বলেন, আমি নতুন এসেছি। শুনেছি, এসব এলাকায় প্রচুর টিলা আছে। হয়তো খাদ্য সঙ্কটে অজগরগুলো লোকালয়ে চলে আসছে। তবে অজগরের বিষক্রিয়া না থাকায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।