ওমানে টাইগারদের অনুশীলন শুরু
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২১, ৯:২৬:২৮
কোয়ারেন্টিন শেষে ওমানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দেড়টা থেকে ওমান ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। একই ভেন্যুতে আরও ২ দিন অনুশীলন করবে তারা।
বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে ওমানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের ভেন্যু আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিক-তাসকিনরা। প্রতিপক্ষ হবে ওমান ‘এ’ দল।
পরে ৯ অক্টোবর আবুধাবি যাবে বাংলাদেশ দল। সেখানে ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ বাহিনী। ১৫ অক্টোবর আবার ওমানে ফিরবে বাংলাদেশ। ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ লড়াই।