প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি শেয়ার, শ্রীমঙ্গলে গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৩:৩৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বিকৃত করে ফেসবুকে শেয়ার করে গ্রেফতার হয়েছেন মো. আব্দুল মুমিন (৪৩) নামের এক ব্যক্তি।
গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মুমিন উপজেলার বিলাশেরপাড় (আশিদ্রোন) গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মুমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিকৃত ছবি ‘হাফিজ আজমল জামী’ নামের ফেসবুক ব্যবহারকারীর টাইমলাইন থেকে নিজের প্রোফাইলে শেয়ার করেন। এসময় ক্যাপশনে তিনি লিখেন- ‘আসো তোমারও জামাই নাই, আমারও বউ নাই।’
ঘটনাটি চোখে পড়ে শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন শাহীনসহ অন্যান্য নেতাকর্মীদের। তারা শ্রীমঙ্গল থানাকে ঘটনাটি পোস্টটির স্ক্রিনশটসহ জানান। তখন শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (নিঃ) মো. ইউসুফ আব্দুল মুমিনকে নতুন বাজারের একটি পানের আড়ৎ থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর সাক্ষীদের সামনে আব্দুল মুমিনের ফেসবুকে ঢুকে দেখা যায় সে পোস্টটি ডিলেট করে দিয়েছে, তবে আইডিটি তার ফোনে সচল অবস্থায় পাওয়া যায়। তখন উপ পরিদর্শক (নিঃ) মো. ইউসুফ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একইসাথে আব্দুল মুমিনের ফোন জব্দও করা হয়েছে।