জেলের জালে তিন লাখ টাকার লাল কোরাল
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮:১৬
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার টেকনাফের বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়ল ১০ মণ ওজনের ১৮০টি লাল কোরাল মাছ।
বুধবার দুপুরের দিকে সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার ফিশিং ঘাটে মাছভর্তি ট্রলারটি পৌঁছলে উৎসুক জনতার ভিড় জমে।
এফবি রিয়াজের ট্রলার মালিক মো. আয়ুব জানান, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট হতে মাছ আহরণের জন্য সাগরে যান। টেকনাফ চ্যানেলের পশ্চিম বঙ্গোপসাগরে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে। মাছগুলোর মূল্য পাঁচ লাখ টাকা হাঁকালেও অবশেষে ৩ লাখ টাকায় বিক্রি করেন বলে যুগান্তরকে জানান তিনি।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন বলেন, মাছের প্রজনন মৌসুমে সাগরে মাছ আহরণ বন্ধ থাকায় টেকনাফের জেলেরা এর সুফল পাচ্ছেন।