সিলেটে আফগান যুবাদের দাপট
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:০২:২১
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র যুব টেস্টের প্রথম দিনে রাজত্ব করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের যুবারা। সফরকারী দলের পেসার বিলাল শামি ও লেগ স্পিনার ইজহারুলহক নাভিদের বোলিং তোপে ৬৩ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকেরা।
শামি ও নাভিদ মিলে নিয়েছেন ৯ উইকেট। ১৭ ওভার বল করে ৪২ রান খরচায় সর্বাধিক ৫ উইকেট নেন শামি। নাভিদ ২৩ ওভার বল করে ৪৫ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
বাংলাদেশের যুবাদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক আইচ মোল্লার ব্যাট থেকে। এ ছাড়া উল্লেখ করার মতো রান- ইফতিখার হোসেন ৩৭, প্রান্তিক নওরোজ নাবিল ২০ ও এসএম মেহেরব হোসেন ২৮।
জবাব দিতে নেমে আফগান যুবারা ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলে দিন শেষ করেছে।