মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, নতুন বিয়ে করলেন ইভা রহমান
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২১, ১০:২৯:০৮
বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে নতুন বিয়ে করেছেন গায়িকা গায়িকা ইভা রহমান।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গায়ক রবি চৌধুরী।
ইভার স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।
ইভা বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়-স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’
জানা গেছে, বেশ কিছু দিন আগেই মাহফজুরু রহমানের সঙ্গে ইভা রহমানের বিচ্ছেদ হয়। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন তিনি।
কণ্ঠশিল্পী রবি চৌধুরী তার ফেসবুকে ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন গায়িকাকে।
তিনি বলেন, ইভা রহমান বিয়ে করেছেন এটা নিশ্চিত। আমি দেশের বাইরে যাচ্ছি এখন, এর বেশি কিছু বলার সময় নেই।
এর আগে কণ্ঠশিল্পী ইভা রহমান বিয়ে করেছিলেন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে।
প্রেজেন্টার হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেলে। কাজের সুবাদেই বেসরকারি চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে মন দেয়ানেয়া। সে প্রেম গড়ায় বিয়েতে। মাহফুজুর রহমানকে বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা।