বিস্ফোরণে মৃত যুবকের বাড়ির পাশে মিললো ৩০ ককটেল
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২১, ৮:০০:৫৬
যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত শহিদুল ইসলাম শপ্পার (৩৬) বাড়ির পাশের ডোবা থেকে ৩০টি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলা রাজঘাট মাছবাজার এলাকা থেকে এগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।
বিকাল ৪টার দিকে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহম্মেদ খুলনা থেকে অভয়নগরে এসে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর বোমা বানাতে য়েয়ে শহিদুল ইসলাম শপ্পা নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় র্যাব ও পুলিশ ব্যাপক তথ্য অনুসন্ধানে নামে।
মোসতাক আহম্মেদ আরও বলেন, র্যাবের গোয়েন্দা ছায়া অনুসন্ধানে রাজঘাটের শপ্পার বাড়ির পাশে ডোবার মধ্যে বোমার সন্ধান পায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডোবার পানি সেচে সেখান থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি বোমা তৈরির উপকরণ উদ্ধার করে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে এই বোমা তৈরি ও মজুদ করেছে, তা উদ্ঘাটনে র্যাব-পুলিশ কাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মাহফুজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।