জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন রোনালদোর
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১:৩৭
প্রিমিয়ার লিগে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর জোড়া গোল ও ব্রুনো ফের্নান্দেসের ক্যারিশম্যাটিক খেলা জয় এনে দেয় তাদের।
ওল্ড ট্রাফোর্ডে ছিল প্রচণ্ড উল্লাস। রোনালদো লেখা জার্সি গায়ে মাঠ এসেছে হাজারো রোনালদো ভক্ত। মাঠের লড়াইতেও ছিল উত্তেজনা। শুরুতে এগিয়ে নেওয়া দলকে দ্বিতীয়ার্ধে আবারও পথ দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলকে এনে দিলেন দারুণ এক জয়।
বীরের মতোই সময়টা নিজের করে নিচ্ছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে তার দ্বিতীয় অভিষেকও স্বপ্নের মতোই হয়েছে।