তালেবানের বন্দুকের মুখে আফগান নারী, যেন আরেক তিয়েনআনমেন স্কয়ার
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১:৫৭
তালেবানের বন্দুকের মুখে আফগান নারী, যেন আরেক তিয়েনআনমেন স্কয়ারতালেবানের বন্দুকের মুখে আফগান নারী, যেন আরেক তিয়েনআনমেন স্কয়ার
তালেবান ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন দলটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে নারীরা। তালেবানের সশস্ত্র পুরুষ যোদ্ধাদের সামনে দাঁড়িয়েই দলটির বিরুদ্ধে আওয়াজ তুলছে সাহসী আফগান নারীরা। কখনওবা বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ বা শূন্যে গুলি ছুঁড়তেও দেখা যায়।
মঙ্গলবার কাবুলের রাস্তায় জড়ো হয় একদল আফগান নারী। সেখানেই চূড়ান্ত রকমের সাহস দেখান একজন। বন্দুক তাক করে থাকা এক তালেবান সদস্যের চোখে চোখ রেখে কিছু বলতে দেখা যায় ওই নারীকে।
টুইটারে দেওয়া এক পোস্টে ওই ছবিটি শেয়ার করেছেন আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের সংবাদকর্মী জাহরা রাহিমি। এই ছবি যেন ১৯৮৯ সালে বেইজিং-এর তিয়েনআনমেন স্কয়ারের ঘটনাকে মনে করিয়ে দেয়। ওই সময়ে সেখানে বিশাল এক বিক্ষোভ দমন করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। সেই বিক্ষোভের একটি ছবি বিংশ শতাব্দীর সবচেয়ে প্রতীকী ছবিগুলোর একটি হয়ে উঠে, যাতে দেখা যায়, সেনা ট্যাংকের সামনে একা দাঁড়িয়ে আছেন একজন আন্দোলনকারী।
ছবিটি শেয়ার করে টুইটে জাহরা রাহিমি লিখেছেন, একজন আফগান নারী নির্ভীকভাবে এমন একজন সশস্ত্র তালেবান সদস্যের মুখোমুখি দাঁড়িয়ে আছেন যে তার বুকে বন্দুক তাক করে রেখেছে।