ধর্মপাশায় বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২১, ৯:০৪:১৬
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলেন-সাজ্জাদ নূর (৩১) ও রফিক মিয়া (১৩)।
সোমবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কাইল্যানী হাওরে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামে। সাজ্জাদ গ্রামের মলছিব আলী ও রফিক আবুল ফজলের ছেলে।
স্হানীয়রা জানায়, দুপুর থেকে সাজ্জাদ ও রফিক কাইল্যানী হাওরে নৌকায় করে মাছ ধরছিলেন। এ সময় তাদের সঙ্গে ছিল সাজ্জাদের মেয়ে (৭)। বিকেলের দিকে হঠাৎ বজ্রপাত হলে সাজ্জাদ ও রফিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। এ সময় নৌকায় থাকা সাজ্জাদের মেয়ে ছোটমনি নৌকা চালিয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। খবর শুনে পরিবারের লোকজন ও এলাকাবাসী হাওরে এসে জাল ফেলে অনেক খোঁজাখুজির পর সাজ্জাদ ও রফিকের মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।