সিলেট নগরীতে ফের টিকার প্রথম ডোজ শুরু হচ্ছে আজ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২১, ১:৩৭:৫১
সিলেট নগরীতে আট দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে শুরু হচ্ছে করোনার টিকাদান। তবে, সিটির নাগরিকরা পাবেন সিনোফার্মের টিকা। বিগত কয়েকদিন সিটি এলাকায় দেওয়া হয়েছিল মডার্নার টিকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট থেকে টিকা সংকটের কারণে সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্রে বন্ধ করা হয়েছিল টিকার প্রথম ডোজ কার্যক্রম। শুধু মাত্র মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হচ্ছিলো সিনোফার্মের প্রথম ডোজের টিকা। গত শনিবার সিলেটে ৫০ হাজার সিনোফার্মের টিকা আসায় আজ সোমবার থেকে সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্রে পুনরায় চালু হচ্ছে টিকার প্রথম ডোজ।
সিলেটের সহকারী সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘শনিবার সিলেটে ৫০ হাজার ডোজ সিনোফার্মের টিকা এসেছে। তবে, ৪০ হাজার ডোজ বিভিন্ন উপজেলার জন্য । ১০ হাজার ডোজ টিকা সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের জন্য রাখা হয়েছে।’
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সোমবার থেকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে পুনরায় করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হবে। সোমবার ১৮০০ জনকে টিকা দেওয়া হবে।