প্রেসিডেন্ট প্রাসাদ নিয়ন্ত্রণে: সরাসরি ক্ষমতা চায় তালেবান
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২১, ১০:৩৫:১৬
আফগানিস্তানে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। তাদের দুই কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে চলে যান।
দুই তালেবান মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ মুহূর্তে অন্তবর্তকালীন সরকারের আর প্রয়োজন নেই। যেহেতু তারা পুরো আফগানিস্তানেরই নিয়ন্ত্রণ নিয়েছে।
তবে আফগান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
যদিও এর আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে আট থেকে নয়জনের তালেবান প্রতিনিধি দল ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় বসছেন বলে জানায় বিবিসি।
তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বিবিসিকে বলেন, আফগানিস্তানের জনগণের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না।
তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের মানুষকে, বিশেষ করে কাবুল শহরে তাদের সম্পত্তি, তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছি। আমরা দেশ ও জনগণের সেবক। আমাদের নেতা আমাদের বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে, শহরে প্রবেশ না করতে। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।’
তিনি জানান, যে সব আফগান নাগরিক ইসলামী সরকার গঠনে অংশগ্রহণ করবে, তালেবান না হলেও তাদের সরকার গঠনে অন্তর্ভূক্ত করা হবে।
এদিকে আশরাফ গনিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন দেশটির শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য তিনি গনিকে দায়ী করেন।
তালেবান যোদ্ধার কাবুলে ঢোকার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় আবদুল্লাহ এ কথা বলেন।