তাহিরপুরে বাবার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হাজং তরুণী
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২১, ৭:০৭:৪৫
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বাবার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন হাজং জাতিগোষ্ঠীর সদ্য বিবাহিত এক তরুণী। শনিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রশিদকে এ ঘটনায় আটক করেছে পুলিশ। তবে ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠী তৎপর রয়েছে বলে অভিযোগ উঠেছে।
উত্তরবড়দল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সুষমা জাম্বিল জানান, কয়েকদিন আগে ওই ধর্ষণের শিকার তরুণী বাবার বাড়ি বেড়াতে আসে। শনিবার সকালে বাড়ি থেকে সে রাজাই গ্রামের পাহাড়ি ছড়া (নালা) গোসল করতে নামে। এসময় একই গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রশিদ তাকে ধর্ষণ করে। পরে দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাইগ্রামের আদিবাসী নেতা অ্যান্ড্রু সলোমার বলেন, সকালে নদীতে গোসল করতে গিয়ে ওই তরুণী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় আমাদের কমিউনিটির সবাই ক্ষুব্ধ। আমাদের কেন্দ্রীয় নেতাদেরকেও বিষয়টি জানানো হয়েছে।
তিনি বলেন, নির্যাতিতা তরুণীর পরিবার খুবই হতদরিদ্র। আইনি সহায়তা চাইবে এমন সামর্থও তাদের নেই।
তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিটন খন্দকার বলেন, এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামের ছেলে ও দুই সন্তানের জনক রাশেদকে আটক করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ সরদার বলেন, বাদাঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় রাশেদ নামের একজনকে আটক করা হয়েছে।