দিরাইয়ে বাল্যবিয়ে বন্ধের জেরে হামলা : গ্রেপ্তার ৩
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২১, ১০:৪৬:১১
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার হালেয়া রাজনগর গ্রামে বাল্যবিয়ে বন্ধের জেরে মা ভাইয়ের উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হাসান মিয়া (২৩), শাহজাহান (৩০), কাপ্তান মিয়াকে (২১)।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, বাল্যবিয়ে বন্ধের জের ও জায়গা সংক্রান্ত বিরোধে গত সোমবার রাতে যুক্তরাজ্য প্রবাসী ছুরত মিয়া ও তার সহযোগীদের হামলায় আহত হন তার মা, ভাই ও বোনেরা। এ ঘটনায় গত মঙ্গলবার তার বোন রানা বেগম বাদী হয়ে বড় ভাই ছুরত মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে দিরাই থানার মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।