রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে ব্রিটিশ কূটনীতিক আটক
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ১০:০৬:০৫
বার্লিনে যুক্তরাজ্যেরর দূতাবাসে কর্মরত এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে জার্মান পুলিশ। তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাছে নথি পাচারের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
জার্মান প্রসিকিউটরদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ব্যক্তির অ্যাপার্টমেন্ট এবং কর্মস্থলে তল্লাশি চালানো হয়েছে। বুধবার তাকে একজন বিচারকের সামনে উপস্থাপন করা হবে। তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন বিচারক।
সন্দেহভাজন অভিযুক্তকে কেবল ডেভিড এস নামে বিবৃতিতে শনাক্ত করেছেন জার্মান প্রসিকিউটররা। তারা জানিয়েছেন, পেশাদার কর্মকাণ্ডের অংশ হিসেবে হাতে আসা অন্তত একটি নথি তিনি রুশ গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধির কাছে হস্তান্তর করেছেন। ওই বিবৃতিতে বলা হয়, এর বিনিময়ে তিনি অর্থ নিয়েছেন। ২০২০ সালের নভেম্বর থেকে তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে নিয়েছেন তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির মাটিতে মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দাগিরি অগ্রহণযোগ্য।