দাবানলে গ্রিসে ‘ভয়াবহ’ অবস্থা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২১, ১০:৩১:১১
দাবানলে গ্রিসে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। একইভাবে পুড়ছে তুরস্ক, ইতালি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া।
দাবানল ছড়িয়ে পড়ায় গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরাঞ্চল থেকে পর্যটকসহ কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত সেখানে দমকলকর্মীসহ দু’জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখনো ১৫৮টি বেশি দাবানল জ্বলছে। ছয়টি এলাকায় উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, রাজধানী এথেন্সের উত্তর উপকণ্ঠে ভয়াবহ আকারে জ্বলতে দেখা গেছে দাবানল। ঝুঁকি এড়াতে বাসিন্দারের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। তাপদাহের কারণে দেশের দাবানল ভয়ংকর রূপ নিয়েছে বলে জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী।
উত্তর এথেন্সে তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাস। এতে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী। এছাড়া ইভিয়া দ্বীপের কাছে ছড়িয়ে পড়ছে আগুন। আর অলিম্পিকের জন্মস্থান অলিম্পিয়াতেও আগুনের কুণ্ডলী দেখা গেছে।
স্থানীয় সরকার মন্ত্রী নিকোস হারদালিস বলছেন, ‘আমরা আরও একটি কঠিন রাত পার করেছি’।
এদিকে, ১০ দিনে তুরস্কের প্রায় ২০০টি দাবানল নেভানো গেলেও কয়েকটি প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি। দেশটিতে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।
তুরস্কের দক্ষিণ উপকূল থেকে হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার থেকে কিছু এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় সেখানে কিছুটা স্বস্তি এসেছে।
ইতালির বেশ কিছু অঞ্চলের বনাঞ্চল এখনো পুড়ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিন সপ্তাহ ধরে চলতে থাকা দাবানলে শতাধিক বাড়ি পুড়ে গেছে।