স্বামীর সমান পারিশ্রমিক চেয়ে বাদ পড়লেন দীপিকা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২১, ১০:১২:২৯
রামলীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবত— সঞ্জয়লীলা বানসালির একের পর এক ছবিতে জুটি বেঁধে সফলতার মুখ দেখেছেন রণবীর-দীপিকা জুটি। অপেক্ষায় ছিল ‘বৈজু বাওরা’ ছবির জন্য ফের স্বামী-স্ত্রীর নাম ঘোষণার। কিন্তু তেমনটা হচ্ছে না।
জানা গেছে, ‘বৈজু বাওরা’ ছবিতে রণবীর থাকলেও দীপিকাকে শেষমুহূর্তে ছেঁটে ফেললেন বানসালি। কিন্তু?
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এ ছবির জন্য দীপিকা নাকি রণবীরের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। সাফ জানিয়েছিলেন, এক পয়সা বেশিও নয়, কমও নয়, রণবীরকে যা দেওয়া হচ্ছে তাকেও তাই দিতে হবে। শুনেই চোখ কপালে ওঠে বানসালির প্রযোজনা সংস্থার।
নারী-পুরুষের পারিশ্রমিকের সমতার দাবিতেই নাকি পর্দার ‘মাস্তানি’ এমন প্রস্তাব করে বসেছেন। এমনিতেই রণবীরের পারিশ্রমিক বেশ চড়া, সেই টাকা দীপিকাকেও দিতে হলে ছবির বাজেট যে এক লাফে অনেকটা বেড়ে যাবে! অগত্যা পরপর তিন ছবির নায়িকাকে ছেঁটে ফেললেন বানসালি।
রণবীর এই মুহূর্তে ফিল্ম প্রতি প্রায় ৫০ কোটি রুপি পারিশ্রমিক নেন। তবে ‘বৈজু বাওরা’র জন্য ঠিক কত টাকা দেওয়া হচ্ছে, তা অবশ্য স্পষ্ট নয়। এর আগে বানসালির ছবিতে রণবীরের চেয়ে দীপিকা বেশি পারিশ্রমিক নিলেও তা কোনোমতে ৫০ কোটির তিন ভাগের একভাগও।
‘বৈজু বাওরা’ ছাড়লেও এ মুহূর্তে দীপিকার হাতে আছে বড় কিছু প্রজেক্ট। এর মধ্যে একটি মহাকাব্যের ‘দ্রৌপদী’ হবেন তিনি।