সিলেট বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২১, ৮:৫৫:০৭
সিলেট বিভাগে গত একদিনে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৫৯১ জন।
রবিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, বিভাগের চার জেলায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত ৭ জনের মধ্যে সিলেট জেলার ২, সুনামগঞ্জ ৩, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৭৮৮ জনের। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২৮, সুনামগঞ্জের ৫৮, হবিগঞ্জের ৩৯ ও মৌলভীবাজার জেলার ৬৩ জন রয়েছেন।
এদিকে গত একদিনে করোনায় সংক্রমিত ৫৯১ জনের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ২৯০, সুনামগঞ্জে ৭১, হবিগঞ্জে ৪২ ও মৌলভীবাজার জেলায় ১৮৮ জন রয়েছেন।
বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯০৮ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৫৯১ জনের পজিটিভ আসে। এতে করে সংক্রমণের শতকরা হার হচ্ছে ৩০.৯৭ ভাগ,যাহা আগেরদিন ছিলো ৩৩.৩৬ ভাগ।
এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৫ হাজার ১৬২ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩৭ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৬০ জন।