আটকের পর ডিবি কার্যালয়ে চয়নিকা চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২১, ৮:৫৩:৫৮
নির্মাতা, পরিচালক চয়নিকা চৌধুরীকে আটকের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে ডিবি তাকে হেফাজতে নেয়।
ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য চয়নিকা চৌধুরীকে ডিবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ সিগন্যালে চয়নিকা চৌধুরীর গাড়িটি ঘিরে ধরে পুলিশ। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।
চয়নিকা চৌধুরী বিশ্ব সুন্দরী নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এতে পরীমনি ও সিয়াম আহমেদসহ আরও অনেকে অভিনয় করেন। এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরীমনি।