বিধিনিষেধ অমান্য, লাখাইয়ে ৪ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২১, ৭:৪১:২৮
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ অমান্য করায় হবিগঞ্জের লাখাইয়ে ৪ জনকে আড়াই হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ অগাস্ট) উপজেলার বামৈ ও বুল্লা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
অভিযান চলাকালে বাজারসমূহের নিত্যপ্রয়োজনীয় দোকানপাটসমূহ মনিটরিং করা হয় এবং লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়।
এসময় পথচারীসহ সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।