সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৩, আক্রান্ত ৭৩১ জন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২১, ৭:১২:২৫
সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে, এসময় আক্রান্ত হয়েছে ৭৩১ জন।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় মৃত ১৩ জনের মধ্যে সিলেট জেলায় ১২ ও হবিগঞ্জ জেলায় ১ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৭৬১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬০৯, সুনামগঞ্জের ৫৫, হবিগঞ্জের ৩৬ ও মৌলভীবাজার জেলার ৬১ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৩১ জন। সংক্রমণের হার ৩৯ দশমিক ৩ শতাংশ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৪৬১ জন।
অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এনিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩২ হাজার ২২৬ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন। হাসপাতালে এ পর্যন্ত মোট চিকিৎসাধীন রয়েছেন ২৮৯ জন।