‘সুনির্দিষ্ট অভিযোগে’ পরীমণির বাসায় র্যাব
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২১, ৬:২৯:১১
ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
বুধবার বিকেল চারটার পর এই অভিযান শুরু হয়। র্যাবের মিডিয়া শাখার এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
চিত্রনায়িকা পরীমণি ফেইসবুক লাইভে জানান, দরজায় পুলিশ পরিচয়ে কে বা কারা ধাক্কা-ধাক্কি করছেন।
পরীমনি বলেন, ‘নিচের গেট ভেঙে তারা বাসার দরজায় ধাক্কা-ধাক্কি করছে। তারা তাদের পরিচয় দিচ্ছে না।’
থানায় ফোন দিয়েও কোনো সাড়া পাচ্ছেন না বলে লাইভে অভিযোগ করছেন এই অভিনেত্রী।
লাইভে পরীমনি বলেন, ‘কাকে ফোন দিব বুঝতেছিনা। থানা থেকে কেউ ফোন ধরছে না। আমি লাইভ কাটব না, যদি আমার হাত থেকে যদি কেউ ফোন নিয়ে নেয় বুঝবেন আমার কিছু একটা হয়েছে।’
লাইভে শোনা যাচ্ছিল, দরজায় দাঁড়িয়ে থাকা লোকেরা বলছিলেন- ‘ঘরে আসতে দেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক।’
লাইভে এসে পরীমণি জানান, পরিচয় নিশ্চিত হতে না পারায় তিনি বাসার দরজা খুলছেন না। বাসার নিচে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সাড়ে চারটার দিকে তিনি দরজা খুলে দেন।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত আছেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমণির বাসায় অভিযান চালানো হচ্ছে।