সিলেটে কঠোর লকডাউনে যান চলাচল বৃদ্ধি, মামলা-জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২১, ৯:২৪:২৫
কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে সিলেটে মানুষ ও যান চলাচল বৃদ্ধি পেয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে জনসমাগমও।
বিধিনিষেধ কার্যকর করতে নগর ও জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেই নগরীর বিভিন্ন সড়কে রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন চলতে দেখা গেছে।
সরেজমিনে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জেলা শহরে প্রবেশের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে। সকাল থেকে নগরীর ৪৬টি চেকপোস্টে অবস্থান নেয় পুলিশ। এছাড়া নগরীর প্রবেশদ্বার কুমারগাঁও তেমুখী, বিমানবন্দর সড়ক, আবদুস সামাদ আজাদ চত্বর (চন্ডিপুল), হুমায়ূন রশিদ চত্বর ও টিলাগড় এলাকায়ও চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টগুলোতে পুলিশ রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন আটকে যাত্রীদের বাইরে বের হওয়ার কারণ জানতে চায়। সন্তুষ্টিজনক উত্তর না পেলে পুলিশ তাদেরকে ফিরিয়ে দিয়েছে। এছাড়া যেসব যানবাহনের কাগজপত্র সঙ্গে ছিল না তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। লকডাউন বাস্তবায়নে পুলিশ ছাড়াও মাঠে র্যাব ও সেনাবাহিনী কাজ করছে।
এদিকে সোমবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঠোর লকডাউনের চতুর্থ দিন সোমবার সিলেটে ৫১টি যানবাহনকে মামলা ও ৩৫টি আটক করা হয়েছে। একই সময় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান ও পৃথক পাঁচটি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লকডাউন বাস্তবায়নে নগরীর সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য কাজ করছে।