হিলিতে চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২১, ৭:২৮:০৩
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে লকডাউনের কারণে পাইকার না আসার কারণে ও মোকামগুলোতে চামড়ার হাট ঠিকমতো না বসায় চামড়া কিনে তা বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন চামড়া ব্যবসায়ীরা।
হিলির মুন্সিপট্টির চামড়া ব্যবসায়ী আমজাদ মুন্সি ও রকি মুন্সি বলেন, আমরা প্রায় ৭ হাজারের মতো গরুর চামড়া কিনে তা লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে মজুত করে রেখেছি। গত বছরের চেয়ে লবণের দাম বেশি ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় এবারে বাড়তি দামে চামড়া কিনে তা সংরক্ষণ করে রাখতে আমাদের বেশি টাকা লেগেছে।
শুধু ৭ হাজার চামড়া প্রক্রিয়াজত করতেই আমাদের দু থেকে আড়াই লাখ টাকার মতো ব্যয় হয়েছে। কিন্তু ১৪ দিনের এই লকডাউনের কারণে এখন পর্যন্ত কোনো পাইকার পত্র না আসার কারণে এমন কাউকে পাচ্ছি না যার কাছে চামড়াগুলো বিক্রি করবো।
এতে করে চামড়া কিনে সংরক্ষণ করে রাখলেও তা বিক্রি করতে পারছি না। সবাই বলছে লকডাউন যাক তারপরে চামড়া কিনবো এতে করে আমরা চামড়া বিক্রি নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি।
ট্যানারির মালিক যারা রয়েছে তারা এখন পর্যন্ত চামড়া কিনতে বের হয়নি। আর আমাদের এই অঞ্চলে পলাশবাড়ি ও নাটোরে দুটি চামড়ার হাট হয় কিন্তু এখনো হাটের অবস্থা খুব ভালো নয়, কোনো খরিকদার হাটে আসেনি।
যদি তাড়াতাড়ি চামড়াগুলো বিক্রি করতে পারি তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি বিক্রি করতে দেরি হয় তাহলে চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর উপর স্থান সংকুলানের কারণে আমাদের চামড়াগুলো খোলা আকাশের নিচে রাখা হয়েছে, একে তো বৈরী আবহাওয়া বিরাজ করছে এর উপর যদি বৃষ্টিপাত হয় তাহলে চামড়া নষ্ট হয়ে আমাদের লোকসান গুনতে হবে।