জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২১, ৯:৩৬:৫২
সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্নাঘর থেকে সাবিনা বেগম (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টা দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চন্ডীহেদায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ওই গ্রামের আলী হোসেনের স্ত্রী। তাঁদের চার বছরের এক কন্যা শিশু রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ছাত্তার হোসেন বলেন, লাশটি বসত বাড়ির রান্নাঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।