পাকিস্তানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩০
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২১, ৮:২৬:১২
ট্রাকের সঙ্গে যাত্রী বহনকারী বাসের সংঘর্ষে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দেরা ঘাজি খান এলাকার ইন্দাস হাইওয়েতে ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, বাসটি সিয়ালকোট থেকে রাজনপুর যাচ্ছিল।
স্থানীয় কমিশনার ইরশাদ আহমেদ বলেন, ‘নারী, শিশুসহ ৩০ জন প্রাণ হারিয়েছেন এ দুর্ঘটনায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। যারা আহত হয়েছেন, তাদের দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক টুইটে এ দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ঈদুল আজহা পালন করতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা।
তিনি জানিয়েছেন, হাসপাতালে জরুরি অবস্থা জারি করে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।