কারিনা কাপুরের বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতি’তে আঘাতের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২১, ১০:২৩:৩৫
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর মাতৃত্ব নিয়ে একটি বই প্রকাশ করেছেন। বইয়ের নাম ‘প্রেগনেন্সি বাইবেল’। কয়েক দিন আগেই এই বইয়ের কভার সামনে এনেছিলেন তিনি। কিন্তু এর পর থেকেই এই বই ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।
খ্রিষ্টান ধর্মীয় এক সংগঠনের পক্ষ থেকে এই বইয়ের নাম নিয়ে তোলা হয়েছে আপত্তি। শুধু তাই নয় পুলিশেও অভিযোগ করেছে সংগঠনটি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্রের বীড শহরের শিবাজি নগর থানায় কারিনাসহ দুইজনের নামে অভিযোগ করা হয়েছে। আলফা ওমেগা ক্রিশ্চিয়ান মহাসংঘের সভাপতি আশীষ শিন্ডে বইটির বিষয়ে অভিযোগ করেছেন থানায়।
অভিযোগে বলা হয়েছে, কারিনা কাপুর খান ও অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ ‘বাইবেল’ শব্দ ব্যবহার করে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে।
অভিযোগের বিষয়টি শিবাজি নগর থানার দায়িত্বরত পরিদর্শক সাইনাথ থোম্ব্রে নিশ্চিত করে পিটিআইকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি তবে এখানে কোনো মামলা নেয়া হয়নি। কারণ বইটি এখান থেকে প্রকাশ হয়নি। তাই আমি মুম্বাইয়ে গিয়ে মামলাটি করার পরামর্শ দিয়েছি।’