‘নগ্নতা’ ছড়ানো ভিডিও ডিলিট করতে টিকটকে নতুন ফিচার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ৯:২২:৫৩
যেসব ভিডিও নগ্নতা, সহিংসতা এবং যৌন হয়রানি উসকে দিচ্ছে সেগুলো অটোমেটিক ডিলিট করতে নতুন একটি ফিচার প্রকাশ করছে টিকটক।
বিজনেস ইনসাইডার জানিয়েছে, এভাবে ভিডিও ডিলিট করতে পারলে কর্মকর্তারা ঘৃণা ছড়ানো কনটেন্টে আরও বেশি নজর দিতে পারবেন।
এই সিদ্ধান্তের আগে টিকটকের মডারেটররা ম্যানুয়ালি ভিডিওগুলো রিভিউ করতেন। তারপর আসত ডিলিটের সিদ্ধান্ত।
টিকটক বলছে, ‘কোনো প্রযুক্তিই নিখুঁত নয়। ভিডিও ডিলিট হলে নোটিফিকেশন যাবে, তখন আবেদন করা যাবে।’
টিকটক জানিয়েছে, ২০২১ সালের প্রথম তিন মাসে প্রায় ৭০ লাখ ব্যবহারকারীকে সরিয়ে দিয়েছে তারা।
তাদের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, যে সব ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম মনে হয়েছে, তাদেরকে তারা সরিয়ে দিয়েছে। কারণ তাদের নিয়ম অনুসারে ১৩ বছরের কম বয়সী কোনো ব্যবহারকারী টিকটক ব্যবহার করতে পারবেন না।
একই সময়ে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানটি অন্তত ৬২ মিলিয়ন ভিডিও সরিয়ে দিয়েছে, যে সব ভিডিও ঘৃণা, নগ্নতা, হয়রানিমূলক ও সংখ্যালঘুদের জন্য অনিরাপদ ছিলো।