জালিয়াতির অভিযোগে সালমান ও আলভিরাকে সমন
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২১, ৩:১৪:৩৭
সালমান খান ও তার বোন আলভিরা খান অগ্নিহোত্রি-সহ আট জনকে জালিয়াতির অভিযোগে সমন পাঠিয়েছে চণ্ডিগড় পুলিশ।
হিন্দুস্তান টাইমস জানায়, ১৩ জুলাইয়ের মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে।
অভিযুক্ত সবাই সালমানের দাতব্য সংস্থা বিং হিউম্যান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
ব্যবসায়ীর অভিযোগ, তিনি বিং হিউম্যান জুয়েলারি ব্র্যান্ডের জন্য তিন কোটি রুপি দিয়ে একটি এক্সক্লুসিভ শোরুম খোলেন। তাকে সবরকম সহায়তা করার আশ্বাস দেওয়া হয় সালমানের ব্র্যান্ডের পক্ষ থেকে। পাশপাশি শোরুমে রাখার জন্য পণ্যও পাঠানোর কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো কিছুই পৌঁছেনি।
চণ্ডিগড় থানার এসপি কেতন বনশাল জানান, অভিযুক্তদের ১৩ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কোনো অপরাধের ঘটনা ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অরুণ গুপ্তা জানিয়েছেন, তিনি প্রায় দেড় বছর আগে শোরুম খুলেছেন। বেশ কয়েকবার কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথাও হয়েছে তার। পণ্য পাঠানোর কথা বারবার বলা হলেও তারা কথা রাখেননি। ফলে আইনি পথে গেলেন।
এ বিষয়ে সালমান, আলভিরা বা সংস্থার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।