বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে নির্যাতন : গ্রেফতার ১২
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২১, ২:৫৫:১৮
ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।
ভারতীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ জুলাই) টুইট বার্তায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্ত গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।
টুইটার পোস্টে তিনি লিখেছেন, পাঁচ সপ্তাহের মধ্যেই দ্রুত তদন্ত কাজ শেষ করা গেছে। মামলার অভিযোগপত্র এরই মধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে।
কমল পান্ত এই ঘটনার তদন্ত দলকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। ঘটনা সুষ্ঠুভাবে তুলে আনায় দলটিকে বাংলাদেশি টাকায় এক লাখ ১৩ হাজার ৫৮৩ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বেঙ্গালুরুতে গত ২১ মে বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। ঘটনাটি প্রচার হওয়ার পর নির্যাতনের শিকার তরুণীর বাবা ঢাকার হাতিরঝিল থানায় মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। তারপর থেকে অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু হয়।