তরুণ প্রেমিক চেয়ে ৮৫ বছর বয়সী বৃদ্ধার বিজ্ঞাপন!
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২১, ৮:৪৩:৫৪
প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, সেই কথাই যেন ফের প্রমাণ করলেন ৮৫ বছর বয়সী হ্যাটি রেট্রোয়েজ। ৩৯ বছর বয়সী প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর অভিমানে ডেটিং সাইটে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। তবে শর্ত একটাই। প্রেমিকের বয়স হতে হবে ৩৫ বছরের নিচে।
নিউ ইয়র্ক সিটির বাসিন্দা হ্যাটি গণমাধ্যমকে জানান,আমি বর্তমানে কারো সাথে প্রেম করছি না। তাই ডেটিং সাইটে প্রেমিক খুঁজছি।
১৯৮৪ সালে ৪৮ বছর বয়সে হ্যাটির বিয়ে ভেঙে যায়। তিনি আর বিয়ে করেননি। তবে তখন থেকেই বয়সে তরুণদের সাথে প্রেম করার ব্যাপারে উৎসাহী হয়ে উঠেন হ্যাটি।
২০১৮ সালে সাবেক প্রেমিক জনের সাথে চ্যানেল ফাইভে এজ গ্যাপ লাভ নামে একটা অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি।
এদিকে, বিজ্ঞাপন দেওয়ার পর তরুণদের কাছ থেকে সাড়াও পেয়েছেন হ্যাটি। ইসরাইল থেকে এক তরুণ হ্যাটিকে ফোন করে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন।
সাবেক নৃত্যশিল্পী হ্যাথির দুই সন্তান আর তিনজন নাতি-নাতনি রয়েছে। বর্তমানে লেখালেখি করে সময় কাটাচ্ছেন তিনি।